শ্রীমঙ্গলে দুই ভোট কেন্দ্রের চারজন সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি

May 29, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দায়িত্বে অবহেলার কারনে চার সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়া হয়েছে। বুধবার উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোট কেন্দ্র,  হাউজিং স্টেস্ট, মাতৃ ছায়া শিশু কানন কেজি স্কুল  সহকারী অফিসার অঞ্জনা রাউথ কেন্দ্র থেকে তাদের অব্যাহতি দেয়া হয়। এরা হলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ভোট কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মীরা শীল, অঞ্জন দেব ও সিরাজুন নেহার চৌধুরী। সিরাজুন নেহার চৌধুরী এখনো ভোট কেন্দ্রে রয়েছেন। হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার প্রসান্ত কুমার দেব। দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা জানান, আমরা সবাইকে নির্দেশনা দিয়েছিলাম যেন ভোটার আসার আগে কেউ ব্যালট এ সিল না মারেন। কিন্তু তারা আগেই সিল মেরে রেখে দিয়েছিলো। পরে ম্যাজিস্ট্রেট এসে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। এদের মধ্যে সদর ইউনিয়নের একজন এখনো দায়িত্বে রয়েছেন। অন্য সহকারী প্রিসাইডিং এলে তাকেও সরানো হবে। সহকারী রিটার্টিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু তালেব সকাল সাড়ে ১১ টায় জানান, নির্বাচনকে অংশগ্রহণ মুলক ও সুষ্ঠু করতে আমরা কাজ করছি। এখন অব্দি কোন অভিযোগ আমাদের কাছে আসে নি। আমরা শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলার কারনে দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি। নির্বাচনের জন্য ৪ প্লাটুন বিজিবি, পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, আনসার মোতায়েন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ টি ইউনিয়ন একটি পৌরসভা মিলিয়ে মোট ২ লাখ ৫৪ হাজার ৪ শত ৪১ জন ভোটার রয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com