শ্রীমঙ্গলে ‘নাগরদোলা’র আত্ম প্রকাশ

April 21, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সৃষ্টিশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে মৌলভীবাজারে আত্ম প্রকাশ হয়েছে সাহিত্য পত্রিকা ‘নাগরদোলা’র।

১৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৩টায় জেলার শ্রীমঙ্গল বধ্যভুমি একাত্তরে আনুষ্ঠানিক ভাবে এর মোড়ক উন্মোচন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন।

srimangal-nagor-dula-pic-2

নাগরদোলার সম্পাদক শিমুল তরফদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের মেজর সাহেদ মেহের, নাগর দোলার উপদেষ্টা সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, প্রভাষক জলি পাল, শিক্ষিকা চৈতালী চক্রবর্ত্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশিষ দে, সাংবাদিক সুমন বৈদ্য, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন, নাগর দোলার সহ সম্পাদক জহিরুল ইসলাম, সুলতান মাহমুদ, হৃদয় দাশ শুভ, কবি তানিশা চৌধুরী, ইভান অরক্ষিত ও তোফায়েল আহমদ পাপ্পু।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পত্রিকাটির প্রধান উপদেষ্টা জানান, জেলার তরুন প্রতিভা বিকাশে এ সাহিত্য পত্রিকাটি বাঙ্গালীর বিভিন্ন উৎসবে প্রকাশিত হবে ।

আর প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল জাকির হোসেন জানান, যুব সমাজের অবক্ষয়রোধে এবং সাংস্কৃতিক বিকাশের অন্যতম প্রতিভু হিসেবে এ সাহিত্য পত্রিকাটি সমাজে বিশেষ অবদান রাখবে ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com