শ্রীমঙ্গলে নিউ লাইফ হসপিটালের শুভ উদ্বোধন করেন আব্দুস শহীদ এমপি

January 2, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নিউ লাইফ হসপিটাল নামে একটি উন্নত এবং অত্যাধুনিক ক্লিনিকের শুভ উদ্বোধন হয়েছে। রোববার ১ জানুয়ারি দুপুরে শহরের কলেজ রোডে অবস্থিত এ হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আব্দুস শহীদ এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজেম আল কোরেশী রাফাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল বিএমএ’র সভাপতি ডা. হরিপদ রায়, সম্পাদক ডা. প্রদীপ লাল বণিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।

নিউ লাইফ হসপিটালের চেয়ারম্যান ডা. নাজেম আল কোরেশী রাফাত জানান-২৪ ঘন্টা সার্ভিসের প্রত্যাশা এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে তাঁরা এ হসপিটালের যাত্রা শুরু করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এ হাসপাতালে চিকিৎসা সেবা দিনরাত ২৪ ঘন্টা চালু থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •