শ্রীমঙ্গলে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ জুন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মুহাম্মদ লিটন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) একে এম ফজলুল হক।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড, মো: আব্দুস শহীদ।
মন্তব্য করুন