শ্রীমঙ্গলে পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

January 20, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
তারই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি শনিবার হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া সংলগ্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর শাখাও সকল ইউনিয়ন শাখার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি স্বপন রায়,সম্পাদক সুশীল শীল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি সুনীল বৈদ্য শচী,সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক জীবন কুমার দে গোপাল, সাংগঠনিক সম্পাদক আশীষ দেবনাথ নকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কোষাধ্যক্ষ ঝলক দেবরায়সহ সনাতনী নেতৃবৃন্দ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ- সভাপতি অজয় কুমার দেব,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সমীরণ সরকার,শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়,শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পালও পরিমল সিং বাড়াইক।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,মাদারীপুর ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পর সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে।
ভানুলাল রায় বলেন,বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নতুন কোন বিষয় নয় এটা অত্যন্ত পুরোনো বিষয়। নির্বাচন এলেই সংখ্যালঘুরা কোনদিকে ভোট দিবে সেটা নিয়ে একটি উচ্ছৃংখল আচরণ শুরু হয়,কেউ বলে ভোটে যাবে না আবার কেউ বলে ভোটে যাও। কেউ বলে ভোটে গেলে সমস্যা হবে বাড়িতে থাকো তোমার ভোট পেয়ে গেছি আবার কেউ বলে ভোট দিতে হবে নয়তো সমস্যা হবে। এই গ্যড়াকলের মধ্যে সংখ্যালঘুরা আছি আমরা,সব ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়েছে,এই দেশে সব ধর্মের মানুষদের সমান অধিকার থাকা প্রয়োজন। সরকারের কাছে আমাদের দাবী সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com