শ্রীমঙ্গলে বড়দিনে নানা আয়োজন

December 25, 2023,

বিকুল চক্রবর্তী॥ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হচ্ছে খ্রিষ্ট্রান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন।

বড় দিনের প্রথম প্রহরে রবিবার রাতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের  শ্রীমঙ্গলের হরিণছড়া জপমালা রানী মা মারিয়ার তীর্থ স্থানে মোমবাতি প্রজ্জলন ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব। এ সময় বক্তব্যদেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সন্দীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, চা বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহ ও হরিনছড়ার প্রধান মাতব্বর অনুপ চিসিম। হরিণছড়া খ্রিস্টান সমাজের আয়োজনে এ শুভ বড়দিন অনুষ্ঠানে অংশ নেন বিপুলসংখ্যক খৃস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের লোকজন।  অনুষ্ঠানে হরিণছড়া গারো সম্প্রদায়ের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কিৃতিক অনুষ্ঠান।এর আগে অনুষ্ঠিত হয় ধর্মীয় প্রার্থনা  অনুষ্ঠান শেষে  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এদিকে সোমবার সকালে শ্রীমঙ্গল শহওে ক্যাথলিক মিশনে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। যেখানে সহ¯্রাধিক খ্রিস্টান ধর্মালম্বী সমবেত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com