শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উন্নয়ন বার্তা অনুষ্ঠিত

January 14, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বেতারের উদ্যোগে অনুষ্টিত হয়েছে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য,মেয়েদের মাসিককালীন সচেতনতা বিষয়ক অনুষ্ঠান উন্নয়ন বার্তা।
শনিবার সকালে জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সভাকক্ষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো:আবু তালেব এর সভাপতিত্বে বক্তব্যদেন ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, বেতার উপস্থাপক সজীব দত্ত, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার দেবশ্রী দত্ত গর্ভবতী মা ও কিশোর কিশোরীরা।
অনুষ্ঠানে কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য,মেয়েদের মাসিককালীন সচেতনতা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানান গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী বক্তব্যদেন বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক আল আমিন খান। তিনি বলেন, শিশু, কিশোর-কিশোরী আর নারী সমাজের ৭০ শতাংশ এর অধিক মানুষ- এরা পিছিয়ে থাকলে দেশ এগুবে না তাই এদের উন্নয়নে দেশের একমাত্র সরকারী গণমাধ্যম তার ভূমিকার বিষয়ে সচেতনতা থেকেই এ ধরণের অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com