শ্রীমঙ্গলে বালু ব্যবসার বিরোধের নিয়ে এক যুবকের হাত কর্তন

April 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ভুনবীর চৌমুহনা এলাকায় বালু ব্যবসার বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় প্রতিপক্ষের হামলায় এক যুবকের হাত কর্তনের খবর পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে জানা যায়, শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় ভুনবীর চৌমুহনা এলাকায় বালু ব্যবসা নিয়ে আলিশারকুল গ্রামের আলকাছ মিয়ার ছেলে মোঃ বুলবুল মিয়া (২৫) এর সাথে একেই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (৩০) এর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনি মিয়া ধাঁড়ালো দা দিয়ে কুপ দিলে বুলবুলের ডান হাতটি আলাদা হয়ে যায়।

স্বজনরা গুরুতর আহত অবস্থায় বুলবুলকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজারে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত ডাঃ নাজমুল হাসান বলেন, আজ সন্ধ্যায় একজনকে হাত কাঁটা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনা আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনও কোন মামলা হয়নি। মামলা হলে আমরা আসামীদের ধরতে অভিযান চালাবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com