শ্রীমঙ্গলে বিজয়ের ৫০ বছরে বিজয়ের শতবর্ষকে অভিবাদন জানিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন

December 26, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে বিজয়ের ৫০ বছরে বিজয়ের শতবর্ষকে অভিবাদন জানিয়ে শুরু হয়েছে মাসব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব।
শ্রীমঙ্গল শেখ রাসেল শিশু উদ্যানে মুজিব শতবর্ষ ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে বিজয়ের শতবর্ষকে অভিবাদন জানিয়ে শত প্রদীপ প্রজ্জ্বলণ করে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রাক্তন চিফ হুইপ মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
সুবর্ণজয়য়স্তী উৎসব উদযাপন কমিটির আহকবায় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জিল্রুল আনাম চেমনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ আকরাম খান, উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক উম্মে ফারজানা ডায়না, সদস্য দেবাংশু দেব, মিলন দাশগুপ্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুহেল, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, উদীচীর সভাপতি নীলকান্ত দেব, সাধারণ সম্পাদক প্রসঞ্জিত রায় বিষু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দেবব্রত দত্ত হাবুল, মলয় দত্ত, বাবলু রায়, সুমন বৈদ্য, প্রনবেশ চৌধুরী অন্তু ও বুলবুল আনাম প্রমূখ। উৎসবের উদ্বোধনী পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশনেয় উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল এর অর্ধশত শিল্পী।
নতুন প্রজন্মের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এ উৎসবে সংযুক্ত করা হয় বিভিন্ন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুজিব শতবর্ষের আলোক প্রজ্জ্বলন, বিজয়ের ৫০ বছর নিয়ে প্রকাশনা। সংযুক্ত করা হয়েছে শিশুদের জন্য বিভিন্ন বিনোদন মূলক রাইডস।
অনুষ্ঠানে স্বাধীনতার ৫০ বছরে উন্নয়নের রুপকার হিসেবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কে দেয়া হয় সম্মাননা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com