শ্রীমঙ্গলে বোন হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী বেলাল আটক

June 30, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের সৎবোন সাবানা হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী বিল্লাল মিয়াকে আটক করেছে পুলিশ।
২৯ জুন বুধবার ভোর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিল্লাল মিয়া শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পুর্ব লৈয়ারকুল গ্রামের মৃত মতন মিয়ার পুত্র। সে হত্যাকান্ডের পর থেকে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
শ্রীমঙ্গল থানার এসআই সৈয়দ মাহবুবর রহমান জানান, ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পুর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ীর পানি নিষ্কাসন সংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাই ও তার স্বজনরা ধারালো অন্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সাবানা বেগম কে। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হেলাল মিয়া। ওই মামলায় তাকে গত রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন কে আটক করা হলে বাকী আসামীরা এখনো পলতাক রয়েছে।আটকৃতদের বুধবার দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com