শ্রীমঙ্গলে ব্যবসায়ী পরিবারকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

April 20, 2016,

সৈয়দ ছায়েদ আহমদ : শ্রীমঙ্গলে খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে এক ব্যবসায়ী পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্ত্বরা। এই ঘটনায় নারী শিশুসহ ৮জনকে অচেতন অবস্থায় শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার জনৈক ইউনুস আলীর বাসার ভাড়াটিয়া ব্যবসায়ী মনির মিয়ার বাসার রান্না ঘরের খোলা জানালা দিয়ে কৌশলে তৈরী খাবারে চেতনানাশক দ্রব্য মেশায় অজ্ঞাতনামা দুর্বৃত্ত্বরা। বাড়ির লোকজন এই খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে রাতের কোন এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্ত্বরা বাসার কলাপসিবল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করতে ব্যর্থ হয় পরে জানালার গ্রীল ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। বাসার সকলে অচেতন থাকার সুযোগে দুষ্কৃতিকারীরা ঘরের লোকজনদের অজ্ঞান করে আলমিরা, শোকেস’র তালা খুলে নগদ ৮০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। এর আগে বাসার আরেক অংশের জনৈক মুহিত মিয়ার ফ্লাটে একই কায়দায় খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অচেতন করে দূস্কৃতিকারীরা ভেতরে ঢুকতে ব্যর্থ হয়। পরে মনির মিয়ার বাসায় এই লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে শ্রীমঙ্গল থানা পুলিশ এসে ২ বাসা থেকে নারী শিশুসহ ১০ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহতরা হলেন শহরের মুন অপটিক্যাল এর সত্ত্বাধিকারী মনির আহমেদ (৪০), গৃহকর্ত্তী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আনার কলি (৩৬), কন্যা মাহি (৮), পুত্র আবিদ (৫), দোকান কর্মচারী রাসেল মিয়া (১৫) এবং অপর বাসার মুহিত মিয়া (৩১), স্ত্রী শিউলি আক্তার (২১) ও মুহিত মিয়ার বোন শিরিন আক্তার (২২)। স্থানীয়রা  জানান, মা শিউলি আক্তারের বুকের দুধ পান করে দেড় মাস বয়সি এক শিশুও অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, ৭ মাস আগে শহরতলীর সুরভীপাড়া এলাকায় বাসিন্দা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী ও মিশন রোডে লন্ডন প্রবাসী খলিলুর রহমান এর বাসায় একই কায়দায় বাড়ির লোকজনদের খাবারে চেতনানাশক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে লুটপাট চালায় একদল দৃষ্কৃতিকারী। এই ঘটনায় মামলা দায়ের হলে দীর্ঘ দিনেও পুলিশ কোন ক্লু উদ্ধার করতে পারেনি। একই রাতে ২ বাসায় দুঃসাহসিক লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com