শ্রীমঙ্গলে ভোট না দেয়ায় গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

January 23, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে নৌকায় ভোট না দেয়ায় পূর্বশত্রুতার জেরধরে মারধরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে ইভটিজিং এর মিথ্যা অভিযোগ সাজিয়ে মামলা করে গ্রামের নিরিহ ছাত্র যুবকদের হয়রানীর অভিযোগ উঠেছে। নির্বাচনী প্রতিহিংসার জের ধরে স্থানীয় ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ ক্ষমতার প্রভাব খাঁটিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন গ্রামের সাধারণ মানুষ। এনিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রামবাসীরা।
রোববার ২৩ জানুয়ারী সকাল ১০টায় থেকে ঘন্টা ব্যাপী শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের স্থানীয় ভুনবীর চৌমুহনা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে আলীশারকুল গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন। মানবন্ধনে অংশ নেয়া গ্রামের লোকজন বলেছেন, আমরা গ্রামের নিরিহ মানুষ। কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করি। চেয়ারম্যান আব্দুর রশিদ নির্বাচনী প্রতিহিংসার জের ধরে তিনি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
জানা গেছে, গত ১৯ জানুয়ারী গোপেন্দ্রগঞ্জ বাজারে দশরথ স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত’র ঘটনার প্রতিবাদ করার জের ধরে কয়েক যুবক দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার ওপর হামলা করে। এমন অভিযোগ এনে তারেক মিয়ার পিতা আব্দুল মালেক আলীসারকুল গ্রামের ৯ ছাত্র যুবকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়া আলীশারকুল গ্রামের আব্দুল আহাদ নামে এক যুবক অভিযোগ করে বলেন, স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। মূলত: গেল ইউপি নির্বাচনে চেয়ারম্যান আব্দুর রশিদকে নৌকা মার্কায় ভোট না দেয়ায় তিনি কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে গ্রামের যুব ও ছাত্রদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা সাজিয়েছেন। তিনি আরও বলেন, এই মামলায় ঢাকার পাওয়ারপ্লান্টে এক কর্মজীবী নিরপরাধ ছেলে ও স্কুল কলেজের ছাত্র তিন ভাতিজাকে আসামী করা হয়েছে তারা এখন ঘরছাড়া। নায়ারায়নগঞ্জে মেঘনা গ্রুপে কর্মরত গ্রামের এক শ্রমিক সাজিদ মিয়াকেও আসামী করা হয়েছে। একই কথা বলেন, নাছির মিয়া নামে এক ব্যবসায়ী। তিনি বলেন, আমার এক ভাগ্নে মোঃ নাজু মিয়া সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র-তাকেও কয়েক দশরথ স্কুলের ছাত্রীকে উত্যক্ত করার সাজনো অভিযোগে আসামী করা হয়েছে।
জয়নাল মিয়া নামে এক কৃষক জানান, নির্বাচনে রশিদ মিয়া নৌকার বিপক্ষে ঘোড়া মার্কায় আমরা ভোট দিয়েছি। এমন সন্দেহের বসে আমার কলেজ ছাত্র ছেলে রাজুর মিয়াকে মামলায় ফাঁসানো হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে গ্রামের আহাদ মিয়া, ইউসুফ মিয়া, কবির মিয়া, কালা মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া, তাজু মিয়া বক্তব্য রাখেন।
এসময় তারা পুলিশ প্রশাসনের কাছে গ্রামের যুবক ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
এ ব্যাপারে- ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার সব কয়েকটি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচনী প্রতিহিংসা বলে কোন কথা নেই, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে’।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com