শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

May 11, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়দের যাতায়াতের রাস্তার পাশে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করেছেন।

বৃহস্পতিবার ১১ মে সকাল ১১টায় ভুক্তভোগী শিক্ষার্থীদের আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহনী চত্ত্বরে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ময়লার ভাগাড় অপসারণের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

অস্থান কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বলেন,  সড়কের পাশে ময়লার ভাগাড়ের দুর্গন্ধের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা।

ময়লার ভাগাড়টির পাশেই ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার-হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। অসহনীয় গন্ধ ভাগাড় ছাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছার কারণে দুর্গন্ধে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। দ্রুত এই ময়লার ভাগাড়টি অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী তামান্না আক্তার, গাউছিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম, বার্ডস রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরবিন্দ দেব, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ডা. মামুনুর রশীদ প্রমূখ।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

গরীব মেধাবীদের মধ্যে ‘অন্বেষা’ শিক্ষা বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় দারুল হাদিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারে শিক্ষক দিবস পালিত

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com