শ্রীমঙ্গলে যুবলীগ কর্মী সাদেকুল’র উপর হামলার আসামিসহ গ্রেপ্তার ৬

শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে যুবলীগ কর্মী সাদেকুল ইসলামের উপর হামলার এক আসামিসহ ৬ পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১৬ জুন রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থান থেকে যুবলীগকর্মীর উপর হামলার মামলার এক আসামিসহ ৬জন পরোয়ানাভূক্ত আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর-১৫২/১৭ (শ্রী:) এর ০৬ মাসের কারাদন্ড প্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: পাভেজ মিয়া, জিআর-২৩১/২০ (শ্রী) এর পরোয়ানাভুক্ত শিবনাথ রবিদাশ প্রকাশ শিনাথ, সিআর-৫৮০/২২(শ্রী) এর পরোয়ানাভুক্ত খাতুন বিবি, শাহ আলম ও নাঃ শিঃ মামলা নং-১৭৩/১৯ এর পরোয়ানাভুক্ত আসামি মো: তুতা মিয়া।
যুবলীগকর্মী সাদেকুল ইসলামের উপর হামলার মামলা আসামি রাসেল আহমদ ডন (৩০) কে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামিদের শনিবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদারতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন