শ্রীমঙ্গলে রুপান্তরের আস্থা প্রকল্পের যুব ফোরামের সভা ও কমিটি গঠন

প্রতিনিধি শ্রীমঙ্গল॥ শ্রীমঙ্গলে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের আস্থা প্রকল্পের যুব ফোরামের উপজেলার নয়টি ইউনিয়নের যুব প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর উপজেলার বি.আর.ডিবি হলরুমে সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় রূপান্তর এর আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ম্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস.এ হামিদ। সভায় সভাপতিত্ব করেন রুপান্তরের আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার এর সমন্বয়কারী হাসান তারেক। সভাটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলার জেলা সমন্বয়কারী মুনজিলা এবং সর্বিক সহযোগিতায় ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার মনিরুল হক।
শ্রীমঙ্গল উপজেলার যুব ফোরামের আহ্বায়ক নির্বাচিত হন আফজাল হোসেন এবং কো-আহ্বায়ক নির্বাচিত হন সাজু মারছিয়াং, লিমা ম্রং শিল্পি, নুপুর নাগ প্রমুখ।
মন্তব্য করুন