শ্রীমঙ্গলে লেবু বাগানের পাহারাদার খুন, আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে চম্পা লাল মুন্ডা নামে লেবু বাগানের এক পাহারাদার খুন হয়েছে। রোববার ১৪ মে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ী কমলগঞ্জের পদ্মছড়া চা বাগানে।
তিনি ওই বাগানের মৃত রামজি মুন্ডার ছেলে। এই ঘটনায় পুলিশ বিশ্বনাথ নামে এই লেবু বাগানের আরেক পাহারাদাকে আটক করেছে। তার বাড়ী হোসনাবাদ চা বাগানে।
জানা যায়, সকালে চম্পা লাল মুন্ডাকে লেবু বাগানের সড়কে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন ওই বাগান মালিক। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। এসময় তার কপাল ও পিঠে আঘাতের চিহ্ন ছিল।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, তাকে খুন করা হয়েছে। আমরা তার সাথের পাহারাদারকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন আছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মন্তব্য করুন