শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল টি হ্যাভেন রির্সোটের কনফারেন্স হলে সম্মিলত নাগরিক সমাজের ভেনারে আয়োজিত এ মত বিনিময় সভায় হিন্দু মুসলিম উভয় ধর্মের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তব্যদেন প্রফেসর মুয়িজুর রহমান, প্রফেসর লুকেশ চন্দ্র দেব, শ্রীমঙ্গল থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শিল, সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন, কবি জাবেদ ভূইয়া ও সমাজকর্মী প্রিতম দাশ।
সভায় বক্তারা বলেন, সম্প্রতি দেশে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন তারা কোন ধর্মেরই মানুষ নন। এদের দ্বারা দুস্কৃত কর্মকান্ড বন্ধ রাখতে সমাজের বিবেকবানদের জাগ্রত থাকতে হবে। বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে।
মন্তব্য করুন