শ্রীমঙ্গলে সবুজ আন্দোলনের উদ্যোগে পরিবেশ সচেতনতায় বৃক্ষরোপন

June 5, 2023,

বিকুল চক্রবর্তী॥ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরোপন করা হয়েছে।

একই সাথে পরিবেশ রক্ষায় ও বৃক্ষরোপনে জনসচেতনতায় বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক সংগীত পরিবেশন করা হয়।

সোমবার ৫ জুন বিকেলে শ্রীমঙ্গল ভুমি অফিস প্রাঙ্গনে দু’দিন ব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আলী রাজিব মাহমুদ মিঠুন।

সবুজ আন্দোলন শ্রীমঙ্গলের আহবায়ক রীনা সরকারের সভাপতিত্বে এ সময় আর উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার ভুমি সন্দ্বীপ তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বৃক্ষপ্রেমী আল আমিন, স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ (এসইডব্লিউ) কর্ণধার খোকন সিংহ, সুহেল শ্যাম, কাজল হাজরা ও রাসেল।

এ সময় অতিথিরা হরতকী, নিম, শিমুল, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন জাতের বৃক্ষরোপন করেন। সন্ধ্যায় পরিবেশ সচেতনতায় আয়োজন করা হয় পথ সংগীতের।

শ্রীমঙ্গলের বিভিন্ন জনবহুল স্থানে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী।

সাংবাদিক বিকুল চক্রবতীর্র পরিচালনায় বিভিন্ন স্পর্টে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী ফকির আব্দুল গনি, সংগীত শিল্পী রাজীব রায় ও বিপ্লব দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com