শ্রীমঙ্গলে সাইদুল্লাহ পরিবারের পক্ষ থেকে ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল রামনগর শাহী ঈদগাহ মাঠে সাইদুল্লাহ পরিবারের পক্ষ থেকে ২৫০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৭ মে বিকাল ৪ টার দিকে এ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উপহার প্যাকেজে ছিল ৫ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ২ কেজি পেয়াজ, ১ কেজি মুসুরী ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ময়দা, ১ প্যাকেট সেমাই রয়েছে।
এছাড়া পৃথক ভাবে একটি পরিবারকে নগদ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। অপরদিকে রামনগর জামে মসজিদ ও এতিমখানায় পনেরো হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও হাজী মনু মিয়া ও আমিনা খাতুন এতিমখানায় খাদ্য সামগ্রী প্রদান করা হয়
এসময় উপস্থিত ছিলেন সাইদুল্লাহ পরিবারের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের সদস্য সাবেক পৌর মেয়র এম এ রহিম এর পুত্র রুম্মান আহমেদ। ভাত্রুষ ভ্রাতুষ্পুত্রদের মধ্যে জলিল আহমেদ, রাজিব আহমেদ রাজু, ইউনুস আলী, আহসানুল হক সুমন আকরামুল হকসোহাগ, ওয়াজেদুল হক শাহেদ, শাহিন আহমেদ, সাজু আহমেদ, ফয়সল আহমেদ, শাওন আহমেদ, আজমাম আহমেদ, নাজিমুল হক শাকিল, শাফিন আহমেদ ও দৌহিত্র আকাশ, রাইহান হোসেন আপন, রাদিন, রুহিন, ইয়াফি প্রমূখ।
উল্লেখ্য সাইদুল্লাহ হলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজ সেবক মরহুম হাজী রশিদ মিয়া, মনু মিয়া, আজিদ মিয়া, মজিদ মিয়ার পিতা ।
উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানের সভাপতি জলিল মিয়া বলেন, এই করোনাকালে তারা কোথায় যাবে। তাদের যাওয়ার জায়গা নেই তাই তাদের পাশে আমরা আছি।
রুম্মান আহমেদ বলেন, আমাদের পরিবারের বর্তমান প্রজন্মের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা গরীব অসহায় মানুষেরপাশে থাকবো। কোনো গরীব অসহায় মানুষের যদি বিপদ হয়। তখন তারা যেনো আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের কে সাহায্য করবো। আমরা সবসময় চেষ্টা করবো গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।
রাজিব আহমেদ রাজু বলেন, অল্প কিছুদিনে মধ্যে সিদ্ধান্ত নিয়ে ছিলাম আমরা ভাবতে পারিনি যে, আমরা এতো টা এগিয়ে যাবো। আমাদের পরিবারের অনেকেই দেশ বিদেশ থেকে সাহায্য করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য করুন