শ্রীমঙ্গলে সড়কের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শহরতলীর দেবেরবাজার-হাইল হাওর সংযোগ সড়কের চেইনেজ ১৩৫০-২৩৫০ মিটার উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার ২৩ জুন বিকেলে পশ্চিম শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিনের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যন ভানুলাল রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: দুধু মিয়া, কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সদর ইউনিয়ন পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহসিন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক আবু তালেব বাদশা, উপজেলা প্রকৌশলী মো: ইউছুপ হোসেন খাঁন প্রমূখ।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন