শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে টেকসই পানিসরবরাহ, স্যানিটেশন ও হাইজিন নিয়ে চা দোকানে বৈঠক

May 21, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে হাওর অঞ্চলে টেকসই পানিসরবরাহ, স্যানিটেশন ও হাইজিন নিয়ে চা দোকানে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার ২১ মে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাওর অঞ্চলে টেকসই পানিসরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের অধীনে মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত হাওর প্রকল্পের আওতায় সহযোগী সংস্থা (এসবিএসএস) এর সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা, শ্রীমঙ্গল সদর  ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের উত্তর ভাড়াউড়া গ্রামে চা দোকানে বৈঠক অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল ইউপির সদস্য  মারুফ আহমেদের সভাপতিত্বে,সহযোগী সংস্থা সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস (এসবিএসএস) এর জেলা সমন্বয়কারি পরিতোষ দেবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম।

চা দোকানের বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড সদস্য আব্দুল কবির সাবলু, সোহেল মিয়া, আশসাফুল হক, মতলিব মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রার ৬নং অভিলক্ষ্য দেশের সকল নাগরিকের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিত করতে হবে।

নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পায়খানা সকল মানুষ ও শিশুদের জীবন মানের উন্নয়ন করতে হবে।

কোভিড-১৯ এর প্রতিরোধকল্পে হাত ধোয়ার অভ্যাস করুন কোভিডকে নির্মুল করুন। নিরাপদ পানি পান করুন সুস্বাস্থ্য বজায় রাখুন। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করুন রোগ-জীবাণু থেকে মুক্ত থাকুন।

নিয়মিত ল্যাট্রিন পরিস্কার রাখুন পরিবারকে সুস্থ রাখুন, আপনার টিউবওয়লের পানিতে আর্সেনিক আছে কি না, তা নিকটস্থ জনস্বাস্থ্য অফিস থেকে পরীক্ষা করে জেনে নিন। জেলায় ক্যাম্পেইনের আওতায় উঠান বৈঠক, প্রচারণা মূলক মাইকিং, পোষ্টারিং প্রভৃতি কার্যক্রম হচ্ছে।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

মৌলভীবাজারে প্রেস কাউন্সিল সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠিত

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com