শ্রীমঙ্গলে হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া বাজারে অবস্থিত হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসার আয়োজনে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও দোয়া মাহফিল।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো: জালাল উদ্দিন’র সভাপতিত্বে ও মাদরাসা পরিচালক মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি এবং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটেনের বাঙ্গালী কমিউনিটি ব্যক্তিত্ব, মাদরাসার উপদেষ্টামন্ডলির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মো: নোমান রাজা, ৫নং ওয়ার্ড সদস্য মো: শাহিন আহমদ, সাবেক ইউপি সদস্য মো: আব্দুস সহিদ।
অনুষ্ঠানে হাজী মনছব উল্লাহ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো: নোরান রাজার যুক্তরাজ্য গমন উপলক্ষে, যুক্তরাজ্য প্রবাসী মো: নোমান রাজা, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুবাই প্রবাসী তৈয়বুর রহমান তুরুক, দুবাই প্রবাসী আজাদুর রহমান, উমান প্রবাসী কামাল আহমদকে সম্মাননা সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি হাজী মো: সামছুল হক, মো: মকবুল হোসেন, হাজী রিয়াজ উদ্দিন বুলবুল, মো: আহাদ মিয়া, ইসহাক সর্দার, অভিভাবক সদস্য ডা: শরীফ উদ্দিন মারজান, মো: আব্দুর রউফ, মোবারক হোসেন, ডা: সোহানুর রহমান শাহীন, মো: আব্দুল খালেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এলাকাবাসির রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন