শ্রীমঙ্গলে ১২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
May 27, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গলে আসার পথে ১২শ’ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামি পেশাদার ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৫ মে রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) অলক বিহারী গুন ও উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের ভানুগাছ সড়কে শ্রীমঙ্গলে প্রবেশের পথে একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী করে জয়ধন মিয়া শান্ত (৩০) ও হান্নান মিয়া (৩৪) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন।
পরে আটককৃত মাদক কারবারি ও সিএনজি অটোরিক্সা তল্লাশী করে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন