শ্রীমঙ্গলে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ একজন গ্রেপ্তার

July 9, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ পরিমল কর্মকার (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ৭ জুলাই রাতে শ্রীমঙ্গল থানার এসআই রাকিবুল হাসান’র নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান এলাকা থেকে ৩০০ লিটার চোলাইমদসহ মাদক কারবারি পরিমল কর্মকার কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত পরিমল কর্মকার জাগছড়া চা বাগানের ১৩ নং শ্রমিক বস্তির দোষাদ কর্মকারের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, দেশীয় চোলাইমদসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারি পরিমল’র বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার ৮ জুলাই সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদঅলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীমঙ্গলকে মাদমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে শ্রীমঙ্গল উপজেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com