শ্রীমঙ্গলে ৪দিন ব্যাপী পঞ্চম বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্প উদ্বোধন

December 21, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৪দিন ব্যাপী পঞ্চম বিদ্যুৎ ও জ্বালানি স্কাউট ক্যাম্প শুরু হযেছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় শহরের মনাই উল¬াহ স্কুল মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদেও চেয়ারম্যান রণধীর কুমার দেব। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় ও বাংলাদেশ স্কাউটস্ এর শ্রীমঙ্গল ব্যবস্থাপনায় ৪দিন ব্যাপী ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) বিশ্বজিৎ কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ সিদ্দিকি, আনওয়ারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আলহ্াজ্ব মো: ৎমাহবুব আহমদ ছালে ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: আবু তালেব বাদশা। শিক্ষক আব্দুল মুমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্কাউট সম্পাদক বিমান বর্ধন, জেলা স্কাউট কমিশনার হুমায়ুন রশিদ, মনাই উল¬াহ স্কুলের প্রধান শিক্ষক সুমেন্দ্র, সাতগাঁও স্কুলে প্রধান শিক্ষক অনুপ দত্ত ও শক্ষক শ্যামল কান্তি ঘোষ। জানাযায়, উপজেলার ২৩ স্কুলের ২ জন করে স্কাউট সদস্যরা ৪দিন ব্যাপী এ ক্যাম্পে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রারয় এবং ঝুকিমুক্ত থাকতে বিভিন্ন প্রশিক্ষণ ও কলাকৌশল বিষয়ে শিক্ষা গ্রহন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com