শ্রীমঙ্গল অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান
July 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির নামক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। মৌলভীবাজারের জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল আলী রাজিব মাহমুদ মিঠুন এর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
২ জুলাই শনিবার অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শ্রীমঙ্গল। এসময় অবৈধভাবে বালু উত্তোলনকারীগণকে ঘটনাস্থলে না পাওয়ায় অবৈধভাবে উত্তোলিত বালু পরবর্তী ব্যবস্থা গ্রহনের নিমিত্ত জব্দ করা হয়।
মন্তব্য করুন