শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

February 12, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল ২০২৪ সোমবার ১২ ফেব্রুয়ারি দুপুরে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর সভাপতিত্বে ও স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন বীর প্রতীক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, ৬ নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ জহুরা বেগম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী, কালিঘাট রোড বাইতুল আমান জামে মসজিদ ও মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমদ এবং শহরতলীর মুসলিমবাগ এমএসবি ইসলামিক সেন্টারেরর প্রিন্সিপাল হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী। সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, মোঃ আফসার মিয়া, মঈন উদ্দিন মুন্সি মুহিন, জয়া রবি দাস, ফেরদৌসি করিম, নিপা আক্তার, তাসলিমা জান্নাত চৈতি, নাদিয়া রহমান রাহা। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নতুন ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় এবং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন আগত অতিথিরা। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল। প্রসঙ্গত, ২০১৭ সালে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা লাভ করে এ পর্যন্ত সাফল্য- গৌরব ও সুনামের সাথে এগিয়ে চলেছে। অদ্যাবধি বিগত সকল পিইসি, জেএসসি, এসএসসিসহ সরকারি-বেসরকারি সকল বোর্ড এবং বৃত্তি পরীক্ষায় জিপিএ-৫, ট্যালেন্টপুল বৃত্তি, সাধারণ বৃত্তিসহ শতভাগ পাশ করার রেকর্ড অর্জন করেএ প্রতিষ্ঠান। সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলেও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ১৩জন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং ৬জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে ঈর্ষনীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com