শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান রিটন ও হাজেরা বিজয়ী

May 30, 2024,

এহসান বিন মুজাহির॥ তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে পুনরায় উপজেলা চেয়ারম্যান

নির্বাচিত হলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায়। তিনি এবার কাপ-পিরিচ প্রতিক নিয়ে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আছকির মিয়া। তিনি মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৬ হাজার ৮৭৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ৫৮ হাজার ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর ছেলে রাজুদেব রিটন। তিনি এবার প্রথম নির্বাচনে  তালা প্রতিক নিয়ে বিশাল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ টিবওয়েল প্রতিকে পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে হাঁস প্রতিকের প্রার্থী হাজেরা খাতুন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পদ্ধ ফুল প্রতিকের প্রার্থী মিতালী দত্ত পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট।

এছাড়া চেয়ারম্যান পদে আনারস প্রতিকের প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান সাগর হাজরা পেয়েছেন ৩১হাজার ৩৪ ভোট, ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতিকের প্রার্থী এম এ রহিম নোমানী পেয়েছেন ১৫ হাজার ২৫১ ভোট, চশমা প্রতিকের প্রার্থী কেসব বারই পেয়েছেন ১৪ হাজার ১৪৩ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিকের প্রার্থী কবিতা রানি দাস পেয়েছেন ২৪ হাজার ১৮৮ ভোট।

বুধবার ২৯ মে রাত সাড়ে ৯টায় উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসার ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১০ হাজার ৫৭৯। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪. ৭৯ প্রসঙ্গত, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে মোট ৮৭টি কেন্দ্রে এবং ৫২২টি কক্ষে ভোট অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচনে মোট ভোটার ২লক্ষ ৫৪ হাজার ৪৪১জন ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৮ হাজার ৪৭১জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ২৫ হাজার ৯৭০জন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com