শ্রীমঙ্গল চৌমুহনায় স্যামসাং মোবাইল ফোনের শো’রুমে দুসাহসিক চুরি

October 19, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল চৌমুহনায় অবস্থিত ইয়াকুব ম্যানশনের নীচ তলায় স্যামসাং মোবাইল ফোনের শো’রুমে এক দুসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোরের দল শো’রুমের সাটার ও তালা ভেঙ্গে শো’রুমের ভিতর প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল সেটসহ প্রায় ৬লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে।
প্রতিষ্ঠানের মালিক ইকরামুল ইসলাম ইমন জানান, রবিবার রাতে স্যামসাং শো’রুমের স্টাফরা দোকান বন্ধ করে চলে যান এবং ১৭ অক্টোবর সোমবার সকালে শোরুম খোলতে গিয়ে দেখেন তালা ও সাটার ভাঙ্গা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পুলিশকে খবর দেন। এতে তার নগদ আড়াই লক্ষ টাকা এবং সাড়ে তিন লক্ষাধীক টাকার মোবাইল ফোন সেট নিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার এসআই রাব্বি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে তিনি তাদেরকে পরে আসতে বলেন। এদিকে থানার পাশেই শহরের মুল প্রাণকেন্দ্র চৌমুহনা চত্ত্বরে এই শো’রুমে দুসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়িদের মধ্যে আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com