শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আবুল ফজল মীর

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো: আবুল ফজল মীর।
শুক্রবার ২ জুন সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো: আবুল ফজল মীর শ্রীমঙ্গল থানা পরিদর্শনে আসেলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো: শহিদুল হক মুন্সী প্রমুখ।
জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো: আবুল ফজল মীরকে জেলা পুলিশের একটটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি শ্রীমঙ্গল থানা ভবন ঘুরে দেখেন। থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
থানা পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন। শ্রীমঙ্গল থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় ও থানা কম্পাউন্টের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করে শ্রীমঙ্গল থানা প্রশাসনে কর্মরত অফিসারদের ধন্যবাদ জানান।
মন্তব্য করুন