শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম অব্যাহত

November 13, 2023,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ১৩ নভেম্বর সকালে  শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ডের বাংলাদেশ চা বোর্ড (বিটিআরআই) এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড (বিটিআরআই) এর পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন,

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. আলকাছ মিয়া, পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া (মধু) এর সার্বিক দিকনির্দেশনায় ডেঙ্গু প্রতিরেধে আমরা চলতি বছরের শুরু থেকে পৌরসভার পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ডে মশক নিধনসহ পৌরবাসীর কল্যাণেেক নানা কর্মসূচি অব্যাহত রয়েছে এবং বছরজুড়ে পৌর নাগরিকদের কল্যাণে এসব  কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com