শ্রীমঙ্গল ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা পান ৪৬০জন রোগী

December 13, 2023,

স্টাফ রিপোর্টার\ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবি সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে মঙ্গলবার ১২ ডিসেম্বর মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ শাদিমহল কমিউনিটি সেন্টারে সকাল ৯ টা থেকে বেলে ১ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৫ ঘন্টাব্যাপী ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন ক্যাম্প, ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচি, ফ্রি ডায়াবেটিস চেকআপ এবং ফ্রি বøাড প্রেশার চেকআপ করা হয়।

সংস্থার সভাপতি আজহারুল ইসলাম অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর

মীর এম এ সালাম, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী,মৌলানা নোমানী, বিশিষ্ট সমাজসেবক আবু সুলতান মুহাম্মদ ইদ্রিস লেদু,  দি নিউ লাইফ হসপিটাল শ্রীমঙ্গল এর আরএমও  ডা. আব্দুল্লাহ আল-মামুন, শ্রীমঙ্গল হেলথ লাইন ডায়াগনস্টিক সেন্টারের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর ডা. নাজেম আল কোরেশী রাফাত, শ্রীমঙ্গল উপজেলা মৎসজীবীলীগ সভাপতি আশিকুর রহমান আশিক, জাতীয় মানবাধিকার সংস্থা ইডাফ এর  শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম সবুজ এবং শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: ইমরান হোসেন।

অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের সনদ প্রদান করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, মেডিকেল ক্যাম্পে ৪৬০জন রোগী বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৬০ জন ছানী রোগি ছিলেন। আগামীকাল সম্পূর্ণ বিনামূল্যে এসব রোগির অপারেশন করা হবে বলে। প্রসঙ্গত,  ২০১৮ সালে শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থাটি যাত্রা শুরু করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com