শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নতুন অতিথি (ভিডিও সহ)

December 8, 2016,

চৌধুরী ভাস্কর হোম॥ শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারও এসেছে নতুন অতিথি। সদ্য পৃথিবীর আলো দেখা প্রাণীটি কণ কণ ঠান্ডার মধ্যে নেচে-খেলে বেড়ে উঠছে। অতিথিটি হলো মেছো বাঘের দুটি শাবক। এর বয়স এখন ২ দিন। মেছো বাঘের শাবক দুটি তার মায়ের দুধ পান করছে। এ খবর শুনে ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রয়ছুল আলম মন্ডল।
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহা পরিচালক রয়ছুল আলম মন্ডল বলেন, এ এক বিরল দৃর্ষ্টান্ত। এটি একটি মহতী উদ্যোগ। পরিবেশ মূল অংশ বন্যপ্রাণী। তাই বন্যপ্রাণী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব জানান, ৪ বছর পর বুধবার ভোর রাতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচায় পোষা মেছো বাঘটি প্রথম বারের মতো এ শাবক দুটির জন্ম দেয়। জন্মের পর শাবকটিকে তার মা সহ আলাদা করে প্রথক একটি খাঁচায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সেবাজতœ ও খাবার দেয়া হচ্ছে। মা মেছো বাঘটি তার শাবক দুটিকে পরম মমতায় তার বুকে জড়িয়ে ধরে রাখছে। বিরল এ শাবক দুটিকে দেখতে প্রতিদিনই সীতেশ রঞ্জন দেবের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে দর্শনার্থীরা ভিড় করছে। এদিকে শাবক দুটিকে গরম পরস দিতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পরিচালক সজল দেব আগুন জালিয়ে রাখছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com