শ্রীমঙ্গল সাইটুলা সেন্টারে পুন:ভোটের দাবী
January 9, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে গত ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাইটুলা ভোট কেন্দ্রে জালভোট ও ভোটারদের হুমকি প্রদানের অভিযোগ এনেছেন ওই ওয়ার্ডের বর্তমান সদস্য রিপন রায় ।
পুনভোটের দাবী জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের দিন তার এজেন্ট জাল ভোট প্রদানকালে বেশ কয়েকজন জালভোটারকে আটক করেন। কিন্তু কোন সুরাহা না করে পিজাইডিং অফিসার এই ভোটারদের ছেড়ে দেন। তিনি অভিযোগ করেন ভোট গণনা শেষে জোড় করে তার এজেন্টের স্বাক্ষর নেয়া হয়। তিনি লিখিত অভিযোগে আরো জানান, তার প্রতিদন্দি প্রার্থী শাহাজাহান মিয়ার লোকজন এ জালভোট দেয়ায়। তিনি ওই সেন্টরের ভোট স্থগিত করে পুনরায় ভোট গ্রহনের দাবী জানান।
মন্তব্য করুন