শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবসে বীর শহীদদের ম্মরণ

December 7, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকহানাদার মুক্ত হয় শ্রীমঙ্গল উপজেলা। দিবসটি উপলক্ষে বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি প্রজ্বলনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদারমুক্ত দিবস।

বুধবার ৬ ডিসেম্বর ভাড়াউড়া বধ্যভূমিতে ফুল দিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। এসময় শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় শ্রীমঙ্গল মুক্তদিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব কৃতক মোমবাতি প্রজ্বলন করে একাত্তরের বীর শহীদদের স্মরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর নেতৃত্বে প্রেসক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com