(ভিডিও সহ) সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
January 29, 2017,

হোসাইন আহমদ॥ বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের দুই সংবাদকর্মীর উপর পুলিশের নির্যাতনসহ সারাদেশের সাংবাদিকদেরর উপর নির্যাতন, ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী রবিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে ও প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক এম ইদ্রিস আলী, বিকুল চক্রবর্ত্তী , ইসমাইল মাহমুদ , হৃদয় দেবনাথ, সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ। সমাবেশে সাংবাদিকরা বলেন অবিলম্বে সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় না আনলে কঠোর কর্মসূচীর ডাক দিবেন তারা।
মন্তব্য করুন