সদর উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজাদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য মো: জিল্লুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া সুলতানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোরমা দেব, সমাজ সেবা কর্মকর্তা সুমন দেবনাথ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জাকির হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টপি বেগম প্রমুখ।
আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ মিয়া, কৃষি কর্মকর্তা নাগিব মাহফুজ, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম “মোঃ জিয়াউল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার যীশু তালুকদার, ট্রাফিক ইন্সপেক্টর বাযেজিদ মাহবুব, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনছার আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, কনকপুর ইউপি চেযারম্যান রুবেল উদ্দিন, মোস্তফাপুর ইউপির চেযারম্যান তাজুল ইসলাম, ১২নং গিয়াস নগর ইউপি’র চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু ,মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ইন্সপেক্টর তদন্ত হুমাযূন কবির, সিনিযর উপজেলা মৎস্য বিষযক কর্মকর্তা ফনী ভূষণ দেব প্রমুখ। আইনশৃঙ্খলা সভা এবং মতবিনিময় এর পূর্বে ইউএনও নাসরিন চৌধুরী’র নেতৃত্বে সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। অতঃপর সভা শেষে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
মন্তব্য করুন