সদর মডেল থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ১৭ জুন রাতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো: বাসেদ মিয়া ও সহকারি উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের পশ্চিম বাজার এলাকায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন জাহাঙ্গীর মিয়া (৩৮), তাজুল ইসলাম (৪০), মো: অলি মিয়া (৫৫), মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া (৪০) ও আব্দুল কাশেম (৩৫)। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
মডেল থানার অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন