সন্ত্রাসী হামলায় যুবকের হাত কর্তনের ঘটনায় মামলা ও প্রতিবাদ
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বালু ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বুলবুল নামের এক যুবকের হাত কর্তন ও ব্যবসায়ী আলকাছ মিয়াকে আহত করার ঘটনার তীব্র জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ মে সকালে ভূনবীর চৌমুহনায় সকল ব্যবসায়ী ও দোকান মালিকদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডের সিএনজি গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভূনবীর চৌমুহনা বাজারের উপদেষ্টা কমিটির সভাপতি মো. বারিক মিয়া, ভূনবীর চৌমুনা বাজার মালিক কমিটির সভাপতি মতিন মিয়া, সাধারণ সম্পাদক সুনাই মিয়া, ব্যবসায়ী কমিটির সহ-সভাপতি জারু মিয়া, সাধারণ সম্পাদক সুমন মিয়া প্রমুখ। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার ২৯ এপ্রিল সন্ধ্যায় অবৈধ বালু ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার আলীসারকুল গ্রামের বালু ব্যবসায়ী জলিল মাহমুদের ভাতিজা ও মৃত জয়নাল মেম্বারের ছেলে জাহিদুল ইসলাম রনির দায়ের কোপে বুলবুল আহমদের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলে যায়।
এসময় ব্যববসায়ী আলকাছ মিয়াসহ আরও কয়েকজন আহত হয়। এ ঘটনায় আলকাছ মিয়ার ছেলে আহত বুলবুল আহমদের বড়ভাই ফেরদৌস আহমদ বাদী হয়ে জলিল মাহমুদ, জালাল মিয়া, জাহিদুল ইসলাম ও জাহাঙ্গীরসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
আহত বুলবুল আহমদের বড় ভাই ফেরদৌস আহমেদ জানান, পূর্বপরিকল্পিত ভাবে জলিল মাহমুদ গ্যাং এই হামলা চালায়। শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির আধিপত্য বিস্তার নিয়ে বালু ব্যবসায়ীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের সূত্রপাত হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার পর থেকেই পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
কাউয়াদিঘি হাওরে কৃষকদের নিয়ে বোরো ধান কর্তন করলেন জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
মন্তব্য করুন