সমাজসেবক আবু মোহাম্মদ ইয়াহিয়া মুজাহিদ আর নেই

January 10, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার পৌরসভার সাবেক কমিশনার, রেডক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আবু মোহাম্মদ ইয়াহিয়া মুজাহিদ আর নেই। মঙ্গলবার ১০ জানুয়ারি ভোর ৬টায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল¬াহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ কন্যা, ১ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। বিকাল পৌনে ৫টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ শেষে সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) দরগাহ প্রাঙ্গনের পাশ্ববর্তী কবরস্থানে লাশ দাফন করা হয়।

এর আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে দূপুর ১ টায় নেয়া হয়। পরে বেলা ২ টায় মৌলভীবাজর পৌরসভা প্রাঙ্গন এবং ৩ টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নেওয়া হয়। আবু মোহাম্মদ ইয়াহিয়া মুজাহিদের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর জেলা শহরের সৈয়ারপুরস্থ তার বাসভবনে সর্বস্তরের মানুষ ছুটে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সভাপতি মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ভারপ্রাপ্ত অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুসহ বিএনএসবি কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী। লেখক ও গবেষক এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূনসহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী ও পেশার লোকজন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com