সরকারী ছিকারখাল প্রভাবশালীদের দখলে

November 1, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার বানাইত এলাকায় সরকারের খতিয়ানের খাস গোপাট এলাকার প্রভাবশালী লোকজন দখল করে বাঁশের খাটি বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে বানাইত ও বাধে কুবজার এলাকার মৎসজীবি সহ সাধারন মানুষের নৌ চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারের নিকটে আবেদন করে প্রতিকার না পেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে।
জানা যায়, এলাকার স্বার্থন্নেসী কিছু ব্যক্তি বানাইত মৌজার সরকারের ১ নং খতিয়ান গোপ টের মাটি কেটে গর্ত করে দুপাশ্বে খাটিয়া বসিয়ে কয়েক বৎসর ধরে মাছ চাষ করে আসছে। ওই ব্যক্তিরা ২০১২ সালের বানারাই লঙ্গু নদীতে একি ভাবে দখল করে মাছ চাষ করাকালীন সময়ে নৌচলাচলে বাধাঁ সৃষ্টি হওয়ায় সাধারন মৎসজীবিদের সংঘর্ষে একজন নিহত হয়।
পরে জনসাধারনের অভিযোগের প্রেক্ষীতে খাস জমি দখল মুক্ত করেন। বর্তমান ছিকারখারা গোপাটের অবের্ধ দখল উচ্ছেদের জন্য প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ আবার ও খুন খারাপির ঘটনা ঘটতে পারে ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com