বেপরোয়া গতি ও সড়কে গর্তের কারনেই কলেজ ছাত্র মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার শেরপুর সড়কের সরকার বাজার এলাকায় মটর সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র ফয়েজ উদ্দিন নিহত হয়েছেন। বুধবার ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
ফয়জ উদ্দিন মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার বিল্লাল হোসেনের ছেলে। সে সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান কলেজের ছাত্র।
স্থানীয়রা জানান, ফয়েজ উদ্দীন মোটরসাইকেলে ঢাকা থেকে মৌলভীবাজার ফিরছিলেন। ফেরার পথে বেপরোয়া গতিতে বামদিকে কাভার্ডভ্যান ওভারটেক করছিলেন। এসময় সড়ক ও জনপথের ভাঙ্গা রাস্তায় পানি জমে পিচ্ছল অংশে মটর সাইকেলের চাকা উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনের চাকায় ছিটকে পরেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, ফয়েজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে সরকার বাজার এলাকায় আসলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য করুন