সর্বমহলে শোকের ছায়া বড়লেখায় আওয়ামীলীগ ও জনপ্রিয় শিক্ষক নেতা সেলিম উদ্দিনের ইন্তেকাল

January 28, 2017,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী সেলিম উদ্দিন (৪৮) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
২৭ জানুয়ারী শুক্রবার বাদ জুম্মা সৎপুর শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।
বড়লেখার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও শিক্ষক নেতা সেলিম উদ্দিনের মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মর মাগফেরাত কামনা করেছেন।বাদ জুম্মা সৎপুর শাহী ঈদগাহ মাঠে সেলিম উদ্দিনের লাশ নিয়ে আসা হলে হাজার হাজার মানুষ জড়ো হন। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুবের আহমদের পরিচালনায় জানাজ পূর্ব মরহুমের কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী , প্যানেল মেয়র তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর রহমান, শহীদুল ইসলাম শিমুল, আব্দুল লতিফ, আব্দুল আহাদ, সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিন, ফয়েজ আহমদ , রেহান আহমদ, ফারুক আহমদ প্রমুখ।
শোক প্রকাশ ঃ
বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক মোঃ সেলিম উদ্দিনের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক উপাধ্যক্ষ একে এম হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী , জেলা পরিষদের সদস্য আবু আহমদ হামিদুর রহমান ও শহীদুল ইসলাম শিমুল, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম, ঢাকার উৎস প্রকাশনীর স্বত্তাধিকারী মোস্তফা সেলিম, বড়লেখা প্রেসক্লাব সম্পাদক ও এপিপি এডভোকেট গোপাল দত্ত বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র তাজউদ্দিন, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালিক ও সাধারন সম্পাদক আব্দুল গিয়াস উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কায়েদে আজমসহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক শোক বিবৃতি দিয়েছেন্।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com