সাংবাদিক বকসি ইকবাল আহমদ এর শারিরিক অবস্থার উন্নতি : রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক, বকসি ইকবাল আহমদ এর শারিক অবস্থার বেশ উন্নতি হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, হাটুর নীচে একটি ফুড়া ড্রেসিং করানো শেষে ১৮ জানুয়ারি দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন শরিরে ডায়াবেটিস, পেশার ও স্বাসকষ্ট বেড়ে যাওয়ার চিকিৎসকের পরামর্শে সিলেটের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
বকসি ইকবাল আহমদ গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটস্থ ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার ১৯ জানুয়ারি রাত্র ১০ ঘটিকায় হাসপাতালের আইসিইউ এ ভর্তি করা হয়। তিনি ও পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে ২০ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে বকসি ইকবাল আহমদ এর রোগমুক্তি কামনায় বাংলার দিন কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এডভোকেট, নুরুল ইসলাম শেফুল, দৈনিক মৌমাছি কণ্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দীপ্ত নিউজের সম্পাদক দুরুদ আহমেদ, দফতর সম্পাদক সেকুল ইসলাম তালুকদার, দৈনিক নবচেতনা এর জেলা প্রতিনিধি প্রতিনিধিও জেলা সাংবাদিক ফোরাম এর কোষাধ্যক্ষ জাকির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, দৈনিক বাংলার দিন স্টাফ রিপোর্টার চৌধুরী মোঃ মেরাজ সহ জেলার বিভিন্ন স্তরের সংবাদকর্মী, ব্যবসায়ী বৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক।
মন্তব্য করুন