সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত
November 16, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও ক্যামেরা পার্সন সাহাবুদ্দিন সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন।
জানা গেছে বুধবার ১৬ নভেম্বর সন্ধ্যায় কুলাউড়া থেকে নিউজ সংগ্রহ শেষে শেখ সিরাজুল ইসলাম সিরাজ ও সাহাবুদ্দিন মটর সাইকেল নিয়ে মৌলভীবাজারে ফেরার পথে রাজনগর গোবিন্দবাটি এলাকায় সড়ক দূর্ঘটনায় তারা আহত হন।
পরে স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় শেখ সিরাজুল ইসলাম সিরাজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সাহাবুদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে দেখতে যান।
মন্তব্য করুন