সাইকেল চালিয়ে হবিগঞ্জ থেকে ফিরেছেন ফখরুল ও সাইদুর
February 26, 2017,

ওমর ফারুক নাঈম॥ বাইসাইকেল চালিয়ে সিলেট ও সুনামগঞ্জের পর এবার হবিগঞ্জ জেলা ঘুরে এসেছেন মৌলভীবাজারের ফখরুল ইসলাম এবং সাইদুর আহমদ।
শনিবার ২৫ ফেব্রুয়ারী সন্ধায় বাইসাইকেল চালিয়ে হবিগঞ্জ জেলা ঘুরে মৌলভীবাজারে ফিরেছেন মৌলভীবাজার সাইক্লিং সোসাইটির সাইকেলিস্ট মোঃ সাইদুর আহমদ সজীব এবং মোঃ ফখরুল ইসলাম। ফখরুল ও সাইদুর শনিবার সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হন এবং সন্ধায় মৌলভীবাজারে এসে পৌছেন।
ফখরুল ও সাইদুর জানান, তাদের সপ্ন সাইকেল চালিয়ে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করা। ইতিপূর্বে তারা সিলেট এবং সুনামগঞ্জ জেলা ঘুরে এসেছেন। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা ঘুরে এসেছে।
মন্তব্য করুন