সাবেক বন ও পরিবেশ মন্ত্রীর ভাগনেকে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ

April 20, 2024,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদকে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোয়েব বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। অপর প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৯ এপ্রিল শুক্রবার সোয়েবকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে রফিকুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরাবর শাহাব উদ্দিন এবং তার দুই ভাগনে উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী সোয়েব আহমদ ও ইউপি চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওবায়দুল কাদেরের কাছে অভিযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে দপ্তর সম্পাদককে ডেকে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনকে এ নির্দেশের কথা জানিয়ে দিতে বলেন। একইসঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেন।

লিখিত অভিযোগে রফিকুল ইসলাম সুন্দর উল্লেখ করেন, স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন তার ভাগনেকে উপজেলা নির্বাচনে জেতাতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সোয়েব আহমদের পক্ষ কাজ করার নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করলে অথবা নির্বাচনে তার ভাগনের পক্ষে কাজ করতে অপারগতা প্রকাশ করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সোয়েব আহমদ ও সালেহ আহমদ জুয়েল মিলে ইতোমধ্যেই অনেককে লাঞ্ছিত করেছেন। সম্প্রতি মৎস্যজীবী সম্প্রদায়ের এক লোক ভোট দিবেন না জানালে তাকে থাপ্পড় দেন সোয়েব আহমদ। এর আগেও স্থানীয় চেয়ারম্যান ও এক ইউপি সদস্যকে তারা লাঞ্ছিত করেন।

রফিকুল ইসলাম সুন্দর বলেন, সংসদ সদস্য এবং তার দুই ভাগনের হাত থেকে রক্ষা পেতে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। এরপর তিনি সংসদ সদস্য শাহাব উদ্দিনের ভাগনেকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিতে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে জানতে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনে সোয়েব আহমদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com