সাহায্য চাইতে এসে উপহার পেলেন সবজীসহ নতুন একটি ভ্যানগাড়ি

July 18, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে করোনায় কাজ হারিয়ে মানুষের কাছে হাত পেতে সাহায্য নিতে এসে খোঁজে পেলেন জীবন চালানোর নতুন পথ। কিছু দিন আগে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপনের কাছে সংসারের অভাব অনটনে পড়ে সাহায্য নিতে আসেন শ্রীমঙ্গল সিরাজনগরের মঞ্জু বাদ্য কর। আগে বিয়ে সাদিতে তিনি সানাই বাজাতেন। এখন বিয়েতে কেউ বাজনা নিচ্ছেন না। তাই তিনি ওবে কার। মশিউর রহমান রিপন তার ক্লাবের সবার সাথে আলোচনা করে তার জীবন চালানোর জন্য একটি ভ্যান গাড়ি দেয়ার ব্যবস্থা করেন।
১৮ জুলাই রবিবার বিকেলে শ্রীমঙ্গল কলেজ রোড স্থ রোটারী ক্লাব প্রাঙ্গনে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে করোনায় কর্ম হারানো এই বাদ্য যন্ত্র শিল্পীকে সবজীসহ একটি ভ্যান গাড়ি উপহার দেয়া হয়।
রোটারী ক্লাব অব সিলেটের ডিস্ট্রিক টেইনার অবসর প্রাপ্ত কর্ণেল পিডিজিএম আতাউর রহমান পীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মঞ্জু বাদ্য করের হাতে এ ভ্যান গাড়িটি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, এডিশনার ডিস্ট্রিক ট্রেইনার পিপিএকে এম সামছুল হক ও পিপি এ এইচ এম ফয়সাল, রোটারিয়ার সিরাজুল ইসলাম, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান মো: জাকারিয়া, রোটারিয়ান সাজ্জাদুর রহমান সাজু, রোটারিয়ান রিপন পাল, রোটারিয়ান, শাহ আরিফ আলী নাছিম, পল হেরিস কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক দিল আফরোজ, সহকারী শিক্ষক দেব অর্জমা অরা প্রমূখ।
এসময় অতিথিরা উপহার দেয়া ভ্যান চালকের কাছ থেকে সবজি ক্রয় করেন। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন জানান, করোনার এই সময়ে এই বাদ্য যন্ত্র শিল্পী মঞ্জুবাদ্য কর নিজের কর্ম থেকে বঞ্চিত রয়েছে। তার সংসার পরিচালনা খুবই কষ্ট কর হয়ে পড়ে। এবস্থায়তার জীবন পরিচালনায় স্থায়ী কিছু করার চিন্তা থেকে তাকে প্রথম চালানের সবজীসহ এই ভ্যান গাড়িটি উপহার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com