সিটি মটরর্স স্বত্ত্বাধিকারী সৈয়দ মোতাচ্ছিম আলী আর নেই
June 17, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সিটি মটরর্স এর স্বত্ত্বাধিকারি বিশিষ্ট ব্যবসায়ী ধরকাপন নিবাসী সৈয়দ মোতাচ্ছিম আলী আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকাল ১০টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তাাঁর মৃত্যু হয়। মরহুমের নামাজের জানাযা শনিবার ১৭ জুন রাত ১০ ঘটিকার সময় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) পৌর ঈদগাহ ময়দােেন অনুষ্ঠিত হয়।
পরে তাকে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
তিনি মৌলভীবাজার পৌরসভার ধরকাপর এলাকার মরহুম সৈয়দ আহছান আলীর ২য় পুত্র ও মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সৈয়দ আমজদ আলীর ভাতিজা। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মন্তব্য করুন