সিলেটের বন্যার্তদের পাশে মৌলভীবাজারের একদল তরুন ও যুবক

May 26, 2022,

স্টাফ রিপোর্টার॥ সিলেটে আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান সহায়তা নিয়ে দাঁড়ায় মৌলভীবাজারে একদল তরুন ও যুবক।

রোববার ২২ মে বিকেলে পশ্চিম ধরকাপন স্পোর্টিং ক্লাব, মৌলভীবাজারের উদ্যেগে সিলেট মহানগরের সুরমা নদীর পাড় ঘেঁষে নাছিমপুর এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক মিডিয়া জার্ণালিষ্ট এসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক ও এনটিভির সিলেটের স্টাফ করেসপনডেন্ট মারুফ আহমদ, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার সুনিল সিংহ।

পশ্চিম ধরকাপন স্পোর্টিং ক্লাব এর পক্ষে উপস্থিত ছিলেন, সৈয়দ মুজতাহিদ আলী, সৈয়দ মোঃ সামিন ইয়াসার, সৈয়দ শাহ্ তৌফিক এলাহী তিয়াস, সৈয়দ ফাতিন আহমদ, মোঃ আবু বক্কর নবিন তালুকদার, সাকিল আহমদ, সৈয়দ শাহ্ রাইয়ান আহমদ সাহাজান প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩‘শ পরিবারের মধ্যে ত্রাণসাগ্রী বিতরণ করা হয়। ত্রাণসাগ্রীর মধ্যে ছিল ২ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, আধা কেজি গুড় ও ৫ লিটার লিঃ প্যাকেট জাত বিশুদ্ধ পানি।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com